জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে। তিনি বলেন, হকাররা নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত। তারা বিভিন্ন কাজে জড়িত, তবে সুসংগঠিত নয়। নিজেদের স্বার্থে কাজ করতে পারে না। অন্যের কাজে ব্যবহৃত হয় এবং অনেক সময় নিজ স্বার্থবিরোধী কাজও করতে বাধ্য হয়। গতকাল জাতীয় পার্টির বনানীর কার্যালয় মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।জি এম কাদের বলেন, হকাররা বিভিন্নভাবে বঞ্চিত। তারা অনেকটা অনিশ্চিত জীবন-যাপন করেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সংঘবদ্ধ হতে হবে এবং কোনো রাজনৈতিক দলের সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে।

https://www.bd-pratidin.com/city/2020/12/21/599536