
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর-২০২০ : অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম-এর মৃত্যুতে দেশ এক বরেণ্য আইনজীবীকে হারালো। তাঁর মৃত্যুতে দেশের বিচার অঙ্গনে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। অ্যাডভোকেট মাহবুবে আলম দেশের ইতিহাসে দীর্ঘ সময় অ্যাটর্নি জেনারেল-এর দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের আলোচিত এবং গুরুত্বপূর্ণ মামলাগুলো পরিচালনায় অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। অ্যাডভোকেট মাহবুবে আলম নতুন প্রজন্মের আইন কর্মকর্তাদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি দীর্ঘ দিন বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে।অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি।