গোলাম মোহাম্মদ কাদের
তোমাকে বড় দেখতে ইচ্ছে করে
কাছে থেকে,
হাত দিয়ে ছুঁয়ে দিতে গালের টোল,
কপাল ঢেকে থাকা চুলের গুচ্ছ,
হাত বুলিয়ে টেনে নিতে রক্তাভ ঠোঁট,
আমার খুব কাছা কাছি,
শরীর আর মন মাখা মাখি,
আমার খুব ইচ্ছে করে।
তোমার নিতম্বের ভার
আমার কোল ঘেঁষে,
বিদ্যুতের ঝাঁকুনি আর শির শির অনুভূতি,
সামনে দাঁড়িয়ে পর্বতসমূহের উত্থান,
উপত্যকার ঢেউ তোলা
সমতল আর অগভীর খাল;
তারপর গভীর অন্তরগামী সুধার সাগর।
স্পর্শ করতে চাই পর্বত শৃঙ্গ।
হাঁটতে ইচ্ছে করে সমতল ধরে নীচে।
চাই- ডুবে যাই,
অবগাহন করি অমৃত ভাণ্ডার;
জীবনের সব সুখ আর
সব আনন্দ এখানে একাকার।
তোমাকে বড় দেখতে ইচ্ছে করে
কাছ থেকে।