গোলাম মোহাম্মদ কাদের

কোন এক বুনো ফুল দুর থেকে কাছে টানে,
গন্ধে তার নেশা, মাদকতা জাগে দেহ মনে,
জাগে শিহরন, শিরায় উপশিরায় উত্তপ্ত রক্তের সঞ্চালন,
পাবো কি পাবো না দ্যোদুল্যমান, উদগ্রীব, উৎকন্ঠায় সারাক্ষন।

বুনোফুল ওগো নামহীন বুনো ফুল,
দেখতে কেমন তুমি, স্বপ্নোত্থিত নীল,
সাদা, লাল, বেগুনী নাকি না জানা বর্ণে বর্ণিল?
ছোট নাকি বড়, পাপড়ি কতটি কিভাগে বিন্যাস?
হয়তঃ তুমি রুপে অপরুপ দৃষ্টি নন্দন উচ্ছাস,
রুপ বৈচিত্রে নয়, আকর্ষন তোমার অন্তরের নির্যাস।

লজ্জাবতী তুমি চাওনা কোন স্পর্শ, ভালোবাসার ছাপ
অরন্যের গহীনে সন্তর্পনে লুকানো তোমার অন্তরের উত্তাপ।
তবু বহমান মৃদু বাতাসের ভেসে বেড়ানোর সাথে
তোমার চির অমলিন চিরজীব অস্তীত্বের আছে সদাপ্রকাশ।