জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে। যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দেশে বিরাজনীতিকরণ চলছে। তাই রাজনীতিতে দলগুলো টিকতে পারছে না। গতকাল জাপার বনানী কার্যালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জি এম সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জি এম কাদের আরও বলেন, এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না। ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না। সরকারের ফরমায়েশ মোতাবেক নামে মাত্র দল থাকবে, নেতা থাকবে, সেসব দলের বা নেতাদের স্বতঃস্ফূর্ত সংগঠন থাকবে না বা দেশের মানুষের সমর্থন থাকবে না।

https://www.bd-pratidin.com/first-page/2021/10/04/697732