যেখানে এখন বসবাস করি

সেটাই আমার বাড়ী।

যেটুকু জায়গায় সদা বিচরণ

সেটাই-আমার পৃথিবী।

এ মনটা খুব ছটফট করে

ঘুরে বেড়ায়- এদিক সেদিক।

ঘর আর দুনিয়া কোনো কিছুর

সীমা মানতে চায় না এতটুকু।

মনটা হঠাৎ ঘুরতে গিয়ে

আছড়ে পড়ে বন্ধ ঘরে।

হয়তো এটা ভাগাড়পাড়।

নিঃশ্বাসে বড় কষ্ট হয়,

গা ঘিন ঘিন দুর্গন্ধময়।

এটাই তবে নরক হবে

মন বলেছে সবসময়।

ধীরে খুলে গেল চারপাশ।

ভোরের বাতাস,

ফুলের সুবাস

আর নতুন সুর্যের উষ্ণতা,

আলিঙ্গনের মদকতা,

প্রথম চুম্বনের আর্দ্রতা,

পায়ের নিচে সমুদ্রতটের লোনা

পানিতে ভেজা শুভ্র বালুকণা,

বিস্তীর্ণ নীলিমায় ঘেরা

সবুজ বনরাশি,

মন বলে-স্বর্গের সীমানায়

দাঁড়িয়ে আমি,

তোমারই অপেক্ষায় আছি

শুধু তোমাকেই খুঁজছি।

পৃথিবী স্বর্গ-নরক সব

মনের গণ্ডিতে বাঁধা,

তার মাঝে অন্তহীন সৌন্দর্য তুমি

তোমাকে যায় নাকো ধরে রাখা।